শিবচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ
মাদারীপুরের শিবচর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন।
শনিবার (০২ মে) বিকেলে উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের দাইকান্দ্রি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন চান মিয়া সরদার (৭৫), বাবলু সরদার (৪৫), আরমান মাদবর (৩০) ও রিপন মাদবর (৩০)।
স্থানীয় সূত্র জানায়, শিবচর উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের চরকেশবপুর দাইকান্দি গ্রামের চান মিয়া সরদারের সঙ্গে রিপন মাদবরের তুচ্ছ বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় মাদবর বাড়ি ও সরদার বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুই পক্ষের চারজন আহত হন।
শিবচর থানা পুলিশের ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কয়েকজন আহত হয়েছেন।
একে এম নাসিরুল হক/এএম/জেআইএম