ঢাকা থেকে টাঙ্গাইল গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত নারী
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ঢাকাফেরত আরেক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত নারী ঢাকার গাজীপুর থেকে গোপালপুরে বাবার বাড়ি আসেন।
এ নিয়ে গোপালপুরে দুই নারীর করোনাভাইরাস শনাক্ত হলো। এ ঘটনায় শনিবার সকালে উপজেলার হাদিরা ইউনিয়নের হাদিরা পূর্বপাড়া গ্রামে ওই নারীর বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
আক্রান্ত নারী (১৮) ঢাকার গাজীপুরের সফিপুর এলাকায় তার স্বামীর সঙ্গে থাকতেন। গত ১৮ এপ্রিল করোনার উপসর্গ নিয়ে গোপালপুরে বাবার বাড়ি আসেন তিনি।
গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী বলেন, খবর পেয়ে গত বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। শনিবার সকালে সেখান থেকে নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ পাওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ বিশ্বাস বলেন, আক্রান্তের বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়। তাদের মাঝে সরকারি খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য উপকরণ পৌঁছে দেয়া হয়েছে। আক্রান্ত নারীর শারীরিক অবস্থা ভালো। নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নেবেন তিনি। প্রয়োজন হলে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।
আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম