করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পাবনার গৃহবধূর মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৯:২২ পিএম, ০২ মে ২০২০
প্রতীকী ছবি

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পাবনার ঈশ্বরদী উপজেলার এক গৃহবধূ (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। শনিবার (২ মে) দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

করোনা পরীক্ষার জন্য ওই নারীর মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। রাতে তাকে বিশেষ ব্যবস্থায় দাফন করার কথা রয়েছে। আইইডিসিআর থেকে প্রতিবেদন না আসা পর্যন্ত তার বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য বিভাগ।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খান জানান, ওই গৃহবধূ জ্বর-গলা ব্যথার সঙ্গে বমি হওয়ার পর শুক্রবার (১ মে) বিকেলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। সেখানকার চিকিৎসকদের পরামর্শে শনিবার সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। ওই গৃহবধূর বাড়ি ঈশ্বরদী শহরেই। তার স্বামী একজন ব্যবসায়ী।

আলাউদ্দিন আহমেদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।