চুয়াডাঙ্গায় আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ০২ মে ২০২০

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আনসার-ভিডিপি ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণসামগ্রী ও স্বাস্থ্যসুরক্ষার সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

শনিবার আলুকদিয়া আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ে সদর উপজেলার ৩০০ ভিডিপি সদস্যের মাঝে এ ত্রাণসামগ্রী ও স্বাস্থ্যসুরক্ষার সরঞ্জাম বিতরণ করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

এ সময় পুলিশ সুপার জাহিদুল ইসলাম, আনসার-ভিডিপির পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন, সহকারী পরিচালক বাসুদেব ঘোষ, কামরুল ইসলাম, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান, আনসার-ভিডিপির সিএও কোম্পানি কমান্ডার মিয়াজান আলী ও সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা অনন্ত কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

jagonews24

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি পেঁয়াজ। এছাড়া দেয়া হয় স্বাস্থ্যসুরক্ষার সরঞ্জাম একটি করে সাবান ও মাস্ক।

জেলা আনসার-ভিডিপির পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন বলেন, সারা দেশে প্রায় এক লাখ ৫৫ হাজার ভিডিপি সদস্যকে ত্রাণের আওতায় আনা হয়েছে। চুয়াডাঙ্গা জেলায় মোট এক হাজার ২০০ ভিডিপি সদস্যকে ত্রাণসামগ্রী দেয়া হচ্ছে। শনিবার সদর উপজেলার ৩০০ ভিডিপি সদস্যের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে দামুড়হুদা, জীবননগর ও আলমডাঙ্গা উপজেলার আরও ৯০০ ভিডিপি সদস্যের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।

সালাউদ্দীন কাজল/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।