ছেলের জন্মদিনের জমানো টাকায় দুস্থদের খাবার দিলেন পুলিশ কর্মকর্তা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ০৩ মে ২০২০

ছেলের জন্মদিন উপলক্ষে জমানো ও উপহার পাওয়া এক লাখ ৩৭ হাজার ৫০০ টাকার খাদ্য সামগ্রী কর্মহীন ২০০ পরিবারের মধ্যে বিতরণ করেছেন টাঙ্গাইলের মির্জাপুরে কর্মরত পুলিশের এক কর্মকর্তা। এ সহযোগিতা অব্যাহত থাকলে মানবতার জয় অবশ্যম্ভাবী।

কোভিড-১৯ নিয়ে আতঙ্কে মানুষ। সব ভয় অতিক্রম করে সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা।

প্রয়োজনে ঝুঁকিও নিতে হচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী লোকজনের দাফনের দায়িত্বটুকু পড়েছে পুলিশের কাঁধে।

jagonews24

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সৃষ্ট অচলাবস্থায় আয় রোজগার কমেছে দেশের মানুষের। অসহায় নিম্নবিত্তের পাশে সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন অনেকে। কিন্তু সমাজের মধ্যবিত্ত শ্রেণি অর্থকষ্টে থাকলেও পারিপার্শ্বিক লোকলজ্জার ভয়ে সহযোগিতা চাইতে পারে না।

এ দুর্দশায় এ শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছেন মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসির) এর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ রাজীবুল হাসান। তিনি তার ছেলের জন্মদিন উপলক্ষে জমানো ও উপহার পাওয়া এক লাখ ৩৭ হাজার ৫শ টাকার খাদ্য সামগ্রী মহেড়া ইউনিনের ২০০ পরিবারের মধ্যে বিতরণ করেছেন।

jagonews24

জানা গেছে, ২ মে শেখ রাজীবুল হাসানের ছেলে শেখ আবরার আদিব এর পঞ্চম জন্মবার্ষিকী ছিল। জন্মদিন উপলক্ষে তিনি কিছু টাকা জমা রাখেন। সারাদেশে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় তিনি ছেলের জন্মদিন পালন করা থেকে বিরত থাকেন। ছেলের জন্মদিন উপলক্ষে দাদা-দাদী, নানা-নানীসহ আত্মীয়স্বজনের কাছ থেকে প্রাপ্ত টাকা এবং তার গচ্ছিত টাকা মিলে এক লাখ ৩৭ হাজার ৫০০ টাকা হয়।

তিনি এ টাকা অন্য কাজে ব্যয় না করে শনিবার পিটিসির পার্শ্ববর্তী মহেড়া, ভাতকুড়া ও ছাওয়ালী গ্রামসহ কয়েকটি গ্রামের অসহায় দুস্থ কর্মহীন ২০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ লিটার তৈল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম ছোলা ও ১টি সাবান। পুলিশ কর্মকর্তার এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

ওই পুলিশ কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানমের হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন বলে জানা গেছে।

jagonews24

মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়া জানান, দেশের এ সংকটে অনেক মানবিক দৃষ্টান্ত সামনে আসছে। তবে পুলিশের মানবিক উদ্যোগ ও নিরলস কাজ এ বাহিনীকে নতুনভাবে উপস্থাপন করছে সাধারণ মানুষের কাছে।

মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসির) এর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ রাজীবুল হাসান বলেন, ২ মে ছিল ছেলের পঞ্চম জন্মদিন। তার জমানো এবং বাবা-মা ও শ্বশুর-শাশুড়ির কাছ থেকে ছেলের জন্মদিন উপলক্ষে উপহার পাওয়া টাকা মিলে এক লাখ ৩৭ হাজার ৫শ টাকা হয়। করোনা ভাইরাস পরিস্থিতিতে ছেলের জন্মদিন পালন না করে মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকেই ২০০ দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন বলে তিনি জানান।

এস এম এরশাদ/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।