করোনাভাইরাস ঠেকাতে কুমিল্লা কারাগার থেকে ৮ জনকে মুক্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ০৩ মে ২০২০

সরকারের নির্বাহী আদেশে সাধারণ ক্ষমার আওতায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে আটজনকে মুক্তি দেয়া হয়েছে। রোববার (০৩ মে) বিকেলে তাদের মুক্তি দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আসাদুর রহমান।

মো. আসাদুর রহমান বলেন, সরকারের সাধারণ ক্ষমার আওতায় কুমিল্লা কারাগার থেকে প্রথম দফায় রোববার আটজন বন্দি মুক্তি পেয়েছেন। এর আগে লঘু দণ্ডের তিন ক্যাটাগরির বন্দিকে মুক্তি দেয়ার জন্য একটি তালিকা কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। সুপারিশের প্রেক্ষিতে সাজাপ্রাপ্ত আটজন বন্দি; যাদের সাজার মেয়াদ ছয় মাসের কম এ ধরনের আটজনকে মুক্তি দেয়া হয়েছে।

মুক্তিপ্রাপ্তরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ গ্রামের আমির হোসেন, নাঙ্গলকোটের আশারপাড়া গ্রামের সোহাগ, বরুড়ার ঝলম গ্রামের মিঠু চন্দ্র দাস ও নয়নতলা গ্রামের সোহেল, আদর্শ সদরের শাসনগাছা এলাকার ফয়সাল ও কুড়িয়াপাড়া গ্রামের শাহ আলম, বুড়িচংয়ের পরিহলপাড়া গ্রামের মাছুম এবং ফেনীর দাগনভূঁইয়ার ভবানীপুর গ্রামের মো. নূর কলিম চৌধুরী।

মো. কামাল উদ্দিন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।