পিআইও অফিসেও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন ও মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাজিক দূরত্ব বজায় রাখতে উপজেলার সর্বত্র প্রতিদিন অভিযান অব্যাহত রেখেছেন।
কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচের কক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়েই মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এতে বাড়ছে আতঙ্ক। এ নিয়ে সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সারাদেশের ন্যায় মির্জাপুর উপজেলার সর্বত্র করোনাভাইরাসের আতঙ্ক। সিভিল ও পুলিশ প্রশাসন যখন জনসচেতনতা বৃদ্ধি, জনসমাগম ঠেকানোসহ সামাজিক দূরত্ব নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। ঠিক ওই সময়ে রোববার দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে করোনাভাইরাসের দুর্যোগে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির বহুরিয়া ইউনিয়নের দুস্থদের তালিকা তৈরিতে ছিল উল্টো চিত্র।
সামাজিক দূরত্ব না মেনেই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার উপস্থিতিতেই ঘণ্টাব্যাপী চলে সভা। সভায় সামাজিক দূরত্ব না মেনেই একে-অপরের গা ঘেঁষে বসেছিলেন।
সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান ছাড়াও বহুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সামাদ, সচিব সঞ্জয় সরকার, ইউপি সদস্যরা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক লিটন মিয়া উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান বলেন, করোনাভাইরাসের দুর্যোগে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বহুরিয়া ইউনিয়নের প্রায় সাড়ে চার হাজার অসহায় মানুষের তালিকা তৈরিতে ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের সমন্বয় হচ্ছিল না। আজ শেষদিন হওয়ায় তালিকা সমন্বয়ের জন্য সামাজিক দূরত্ব মেনেই কার্যালয়ে সভা করা হয়েছে।
এসএমএরশাদ/এএম/এমএসএইচ