টাঙ্গাইলে এবার নারী স্বাস্থ্য সহকারী করোনাভাইরাসে আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ০৪ মে ২০২০

টাঙ্গাইলে নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত।

টাঙ্গাইল পৌর এলাকার ডিস্ট্রিক কোয়ার্টারে বসবাস করেন। সোমবার (৪ মে) ওই কোয়ার্টারে বসবাসরত আক্রান্ত স্বাস্থ্য সহকারীর ভবনটি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার জেলা থেকে মোট ৮৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে সোমবার সকালে ঢাকা থেকে একজনের আক্রান্তের বিষয়টি জানানো হয়। এ নিয়ে জেলায় মোট ২৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হলো। এর মধ্যে সুস্থ হয়েছেন সাতজন আর ঢাকায় মারা গেছেন দুইজন

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, আক্রান্ত ওই নারী সদর উপজেলার স্বাস্থ্য সহকারী। তিনি যেখানে বসবাস করতেন ওই ভবনটি লকডাউন করে দেয়া হয়েছে। সেখানে ১২টি পরিবার রয়েছে। আক্রান্ত ওই স্বাস্থ্য সহকারী নিজ বাসাতেই আইসোলেশনে আছেন। তার বাসায় উপজেলা প্রশাসন থেকে ডাব, তরমুজ, বাঙ্গীসহ বিভিন্ন ধরণের মৌসুমী ফল পাঠানো হয়েছে। তার মনোবল ঠিক রাখার জন্য উপজেলা প্রশাসন সার্বক্ষণিক সকল ধরণের সহযোগিতা নিয়ে পাশে থাকবে বলেও জানান তিনি।

আরিফ উর রহমান টগর/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।