সখীপুরে দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন শিক্ষক-শিক্ষার্থীরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০৪ মে ২০২০

টাঙ্গাইলের সখীপুরে দরিদ্র এক বর্গাচাষীর ধান কেটে দিয়েছেন এলাকার শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার উপজেলার কচুয়া পূর্বপাড়া গ্রামের কৃষক মাহবুব হোসেনের ধান কেটে বাড়ি পৌঁছে দেন কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

জানা গেছে, কৃষক মাহবুব হোসেন পেশায় একজন চা-বিক্রেতা। কচুয়া বাজারে চা বিক্রির পাশাপাশি তিনি এবার ৩৫ শতাংশ জমি বর্গা নিয়ে বোরো চাষ করেন। দুই মাস ধরে চা বিক্রি বন্ধ। হাতে কোনো টাকা পয়সাও ছিল না তার। অভাবের তাড়নায় ধান কাটতে পারছিলেন না।

এমন খবর পেয়ে সখীপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী, এলাকাবাসী ওই কৃষকের ধান কেটে দেয়ার ব্যবস্থা করেন। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সহযোগিতায় সোমবার সকালে তারা ৩৫ শতাংশ ক্ষেতের ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

ধান কাটতে সহযোগিতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইদ্রিস আলী সিকদার, প্রধান শিক্ষক তুলা মিয়া, কচুয়া বাজার বণিক সমবায় সমিতির সভাপতি শামছুল হক, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মিন্টু মিয়া, সাইফুল ইসলাম, সাবেক সদস্য আবুল হাশেমসহ আরও অনেকেই।

shokhipur2.jpg

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় গরিব কৃষকের ধান কেটে দেয়ার ক্ষেত্রে সহযোগিতার উদ্যোগ নিয়েছি।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইদ্রিস আলী সিকদার বলেন, এই মহামারিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের উচিত।

প্রধান শিক্ষক তুলা মিয়া বলেন, কৃষক ও চা-বিক্রেতা মাহবুবের ছেলে আমাদের বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। মাহবুব একজন অভিভাবক। এ দুর্যোগে একজন অভিভাবকের পাশে দাঁড়াতে পেরে আনন্দ লাগছে।

বর্গাচাষী মাহবুব বলেন, ধান কাটা নিয়া চিন্তায় ছিলাম। সম্মানী মানুষগুলো আমার ক্ষেতের ধান কেটে দিল। আমার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই।

এইচআর/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।