করোনার প্রভাবে মাদারীপুরে মুক্তি পেলেন ৪ কারাবন্দি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ০৪ মে ২০২০

করোনা ভাইরাসজনিত কারণে মাদারীপুর কারাগারের ৪ বন্দীকে মুক্তি দিয়েছে কারা অধিদফতর। ওই ৪ জনের মুক্তির আদেশ এলে সোমবার দুপুরে জেলা কেন্দ্রীয় কারাগার থেকে তাদের মুক্তি দেয়া হয় বলে জানিয়েছেন মাদারীপুর কারাগারের সিনিয়র জেলার শংকর।

তিনি জানান, প্রাথমিকভাবে কারা অধিদফতর থেকে মুক্তিপ্রাপ্ত ৪ জনের নাম আমাদের কাছে এলে তাদের মুক্তি প্রদান করা হয়। পরবর্তীতে আবার যাদের মুক্তির আদেশ আসবে তাদের মুক্তি দেয়া হবে।

আজ মুক্তিপ্রাপ্তরা হলেন, জহিরুল ইসলাম, মো. আবুল কালাম, মো. ফারুক মোল্লা ও ইমারত তালুকদার। তারা সকলেই মাদারীপুর জেলার বাসিন্দা এবং মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে নির্ধারিত সময়ের অধিক সাজা খেটে ফেলেছেন।

উল্লেখ্য, করোনা ভাইরাসজনিত কারণে সরকারের নেয়া হাজতি ও সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দেয়ার প্রস্তাবনার অংশ হিসেবে মাদরীপুর থেকে এই ৪ জনকে মুক্তি দেয়া হলো।

সম্প্রতি কারা অধিদফতরের নির্দেশনা অনুযায়ী মাদারীপুর কারাদফতর থেকে অপেক্ষাকৃত লঘু অপরাধে ৪৯ জন, বিভিন্ন বিচারাধীন মামলার আসামি (হাজতি) ২০ জন ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী ৫ জনসহ সব মিলিয়ে ৭৪ জনের কারামুক্তির জন্য তালিকা পাঠানো হয়।

জেলা কারাগারে ৩৫০ জন ধারণক্ষমতার বিপরীতে ৪৮৬ জন কয়েদি রয়েছেন। তাদের দেখভাল করার জন্য কারারক্ষী ও হাবিলদারসহ কর্মকর্তা রয়েছেন ৮৫ জন।

নাসিরুল হক/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।