দুই বছর পর বাড়ি ফিরছেন মানসিক ভারসাম্যহীন শাহনাজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৯:২৫ এএম, ০৫ মে ২০২০

দীর্ঘ দুই বছর পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রচেষ্টায় মঙ্গলবার (৫ মে) বাড়ি ফিরছেন মানসিক ভারসাম্যহীন নারী শাহনাজ পারভীন। সোমবার (৪ মে) বিকেলে খাগড়াছড়ির রামগড়ের ফেনী নদীর ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্য রেখা থেকে শাহনাজ পারভীনকে তুলে এনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করেন বিজিবি সদস্যরা।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ড সদস্য ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, বিজিবির গুইমারা সেক্টরের কমান্ডার কর্ণেল জিএসএম সেলিম হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর রামগড় রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের সহযোগিতায় কুড়িগ্রাম ইউনিটের কাছে ওই নারীকে হস্তান্তর করা হয়। মঙ্গলবার (৫ মে) কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিট স্বজনদের কাছে শাহনাজ পারভীনকে হস্তান্তর করবে।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল মানসিক ভারসাম্যহীন শাহনাজ পারভীনকে অবৈধভাবে রামগড়ের ফেনী নদী দিয়ে বাংলাদেশ-ভারতের শূন্য রেখায় পুশ ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর পাশাপাশি তার পরিচয় শনাক্তের উদ্যোগ নেয়া হয়।

গণমাধ্যমে সংবাদ ও বিজিবির প্রচারণা দেখে গত ২০ এপ্রিল কুড়িগ্রামের উলিপুরের হাতেম আলী শাহনাজকে মেয়ে দাবি করার পর শুরু হয় তাকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিকতা। দুই বছর আগে কুড়িগ্রাম থেকে নিখোঁজ হয়েছিল শাহনাজ পারভীন।

মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।