কুমিল্লায় স্ত্রীসহ কৃষি কর্মকর্তা করোনা আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০৫ মে ২০২০

কুমিল্লার বরুড়া উপজেলা কৃষি অফিসার ও তার স্ত্রীসহ জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৫ জন। আক্রান্তদের মধ্যে ওই দম্পতি বাদে চান্দিনায় ২ জন ও মুরাদনগরে আরও ১ জন রয়েছেন। এনিয়ে জেলায় মঙ্গলবার পর্যন্ত মোট ৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি আরও জানান, নতুন করে করোনা পজিটিভ আসা ৫ জনের মধ্যে জেলার বরুড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও তার স্ত্রীর শরীরে গত ৩ মে করোনার লক্ষণ দেখা দেয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়। আজ (মঙ্গলবার) পাওয়া রিপোর্টে দুজনেরই ফলাফল পজিটিভ আসে।

বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত সুলতানা জানান, করোনা পজিটিভ ফলাফল আসায় আজ নতুন করে ওই পরিবারের আরও ৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও ওই কৃষি কর্মকর্তার কার্যালয় ও তার অফিস পাড়ার সরকারি কোয়ার্টার লকডাউন করা হয়েছে।

সিভিল সার্জন বলেন, মঙ্গলবার (০৫ মে) পর্যন্ত কুমিল্লায় সংগ্রহকৃত দুই হাজার ৫৫০টি নমুনার মধ্যে দুই হাজার ১৫৪টি রিপোর্ট হাতে পাওয়া গেছে। এর মধ্যে ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২৬ জন এবং মারা গেছেন ৪ জন। আক্রান্ত ও মৃতের দিক থেকে শীর্ষে রয়েছে জেলার দেবিদ্বার উপজেলা।

কামাল উদ্দিন/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।