মোটরসাইকেল থামিয়ে ১২ লাখ টাকা নিয়ে গেল ছিনতাইকারী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ০৫ মে ২০২০
প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে অস্ত্রের ভয় দেখিয়ে প্রকাশ্যে নগদ ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কের জয়নগর এলাকার ওয়াবদা গেটের কাছে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

বিআরবি’র রূপপুর সিএনজি পাম্পের ইনচার্জ জাকির হোসেন ৫-৬ দিনের জমাকৃত ১২ লাখ ৫৭ হাজার টাকা ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ছিনতাইকারীরা পথ আগলে অস্ত্রের মুখে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। পরে তারা পালিয়ে যায় বলে পুলিশ নিশ্চিত করেছে।

জাকির হোসেন জানান, পাম্পের জমাকৃত টাকা মোটরসাইকেলে ব্যাংকে জমা দিতে যাওয়ার সময় জয়নগর ওয়াবদা গেটের কাছে মোটরসাইকেল আরোহী দুইজন ছিনতারকারী তার পথ আগলে ধরে। এ সময় ছিনতাইকারীরা একটি পিস্তল ধরে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপরই ঈশ্বরদী থানাকে জানানো হয় বলে তিনি জানিয়েছেন।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, ফোন পেয়েই আমি এবং অতিরিক্ত পুলিশ সুপার ফিরাজ কবীর ঘটনাস্থলে আসি। ছিনতাইকারী চিহ্নিত করার জন্য ওই এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা-নিরীক্ষার কাজ এখনও অব্যাহত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ফিরাজ কবীর জানান, ছিনতাইকারী শনাক্ত ও গ্রেফতারে ঈশ্বরদীর পুলিশ সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আলাউদ্দিন আহমেদ/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।