মির্জাপুরে স্বাস্থ্যকর্মীসহ আরও দুইজন করোনায় আক্রান্ত
টাঙ্গাইলের মির্জাপুরে স্বাস্থ্যকর্মীসহ আরও দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের একজনের বাড়ি উপজেলার মহেড়া ইউনিয়নের স্বল্প মহেড়া গ্রামে এবং অপরজনের বাড়ি আজগানা গ্রামে।
মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে মির্জাপুরে মোট পাঁচজন করোনা রোগী শনাক্ত হলো। এদের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে। নতুন করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মী একটি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ও অন্যজন দিনমজুর।
মির্জাপুর উপজেলার স্বাস্থ্য বিভাগ সোমবার ১৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআরে পাঠায়। এদের মধ্যে দুইজনের করোনাভাইরাস পজিটিভ আসে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম জানিয়েছেন।
মির্জাপুরে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২৫৩ জনের। এদর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচজন। আক্রান্তদের একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং একজন মারা গেছেন। বাকি একজন ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে রোববার বাড়িতে এসে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, নতুন করে করোনাভাইরাসে আক্রান্তদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
এস এম এরশাদ/এএম/এমকেএইচ