মৌলভীবাজারে ডাক্তার-নার্সসহ আরও ৮ জন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৯:০১ এএম, ০৬ মে ২০২০

নতুন করে মৌলভীবাজার সদর হাসপাতালের আরও আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হাসপাতালের ডাক্তার, নার্স এবং কর্মচারী। এ নিয়ে হাসপাতালের মোট ১০ জন করোনায় আক্রান্ত হলেন।

মঙ্গলবার (৫ মে) রাতে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে চারজন ডাক্তার রয়েছেন। নতুন আক্রান্ত আটজনের আগে গত দুইদিনে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও এক টেকনিশিয়ান করোনায় আক্রান্ত হন। সবার সঙ্গে আলাপ করে সদর হাসপাতাল লকডাউনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান সিভিল সার্জন।

রিপন দে/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।