আসামি ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে গ্রামবাসীর হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ০৭ মে ২০২০

নড়াইলে এক আসামিকে ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়েছে গ্রামবাসী। বুধবার (৬মে) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

এ সময় গ্রামবাসীর হামলায় আহত হন কনস্টেবল আশিক ও রাকিব। এছাড়া পুলিশের ব্যবহৃত পিকআপ ভ্যানটিও ভাংচুর করে জনতা। আহতদের নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Narail-Police

গ্রামবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদরের বাঁশগ্রাম ইউনিয়নের কামাল প্রতাপ গ্রামের সফি ম্যোল্যা হত্যা মামলার আসামি আফজাল জমাদ্দার, রাজ্জাক মল্লিক, মন্টু মল্লিক ও মোস্তাক মল্লিকের বাড়িতে প্রতিপক্ষ সেকেন মেম্বার, সাইফুল মোল্যা, আমাদা গ্রামের রিন্টু, শালিখা গ্রামের বাবুল শেখ ও আফসার মিঞার লোকজন ভাংচুর ও লুটপাট করছিল। এ সময় কামালপ্রতাপ পুলিশ ক্যাম্পের টহল পুলিশ লুটপাটকারীদের ধাওয়া করে আহাদ খান নামে এক ব্যক্তিকে আটক করে। রাত ১২টার দিকে পার্শ্ববর্তী আমাদা, শালিখা ও কামালপ্রতাপ গ্রামের ৩০-৪০ জন লাঠিসোটা নিয়ে আসামি ছিনিয়ে নিতে পুলিশ ক্যাম্পে হামলা করে। এ সময় ২ পুলিশ সদস্য আহত হন।

সদর থানার ওসি মো. ইলিয়াছ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় দুটি মামলার প্রস্তুতি চলছে। একটি পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ও অপরটি ক্ষতিগ্রস্তদের বাড়িতে লুটপাটের ঘটনায়।

হাফিজুল নিলু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।