জন্মদিনে পথশিশু-রিকশাচালককে নতুন জামা দিলেন সাংবাদিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ০৭ মে ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলার সাতজন পথশিশুকে নতুন জামা দিয়েছেন এক সাংবাদিক। বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে পথশিশুদের নতুন জামা দেন ওই সাংবাদিক। এছাড়াও একজন রিকশাচালক ও একজন শারীরিক প্রতিবন্ধীকেও নতুন জামা দেয়া হয়।

জন্মদিন উপলক্ষে আখাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী ভূঁইয়া আখাউড়া পৌরশহরের সড়ক বাজারের দোকানে পথশিশু, রিকশাচালক ও প্রতিবন্ধীদের নিয়ে নিজেদের পছন্দমতো জামা কিনে দেন।

সাংবাদিক নুরুন্নবী ভূঁইয়া জানান, জন্মদিন উপলক্ষে তিনি স্বজনদের কাছ থেকে ৫০ হাজার টাকা উপহার পান। করোনাভাইরাসের দুর্যোগকালে উপহার পাওয়া টাকা দিয়ে তিনি পথশিশুদের নতুন জামা কিনে দিয়েছেন। ঈদ পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আজিজুল সঞ্চয়/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।