টাঙ্গাইলে নতুন করে চিকিৎসকসহ দুইজন করোনাভাইরাসে আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:১৭ পিএম, ০৮ মে ২০২০
ফাইল ছবি

টাঙ্গাইলে নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন সদর উপজেলার হুগড়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। তিনি পরিবার নিয়ে পৌর এলাকায় বসবাস করেন। অপরজন মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের কহেলা গ্রামের নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তি। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৬ জন।

শুক্রবার (৮ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান।

তিনি জানান, গত বুধবার (৬ মে) মোট ১২৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। শুক্রবার সকালে দুইজনের নমুনায় করোনা পজিটিভ আসার তথ্য পান তারা। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে দুইজন। সুস্থ হয়েছেন ১১ জন। আইসোলেশনে আছেন ১১ জন। আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন আটজন। গত ২৪ ঘণ্টা যাবত হোম কোয়ারেন্টাইনে আছেন ৭৯ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৭৮ জন। সর্বমোট ৫ হাজার ৩৩৯ জন কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন।

আরিফ উর রহমান টগর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।