ভাসানচরে পাঠানো হলো আরও ২৭৭ জন রোহিঙ্গাকে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ০৮ মে ২০২০

নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের আরও একটি দলকে স্থানান্তর করা হয়েছে। দলটিতে নারী-শিশুসহ মোট ২৭৭ জন সদস্য রয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে তাদের ভাসানচরে আনা হয়। এর আগে গত রোববার (৩ মে) নারী শিশুসহ ২৯ জনকে আনা হয়। এ নিয়ে ভাসানচরে মোট ৩০৬ জন রোহিঙ্গাকে আনা হলো।

ভাসানচরে দায়িত্বপালনকারী নৌ-বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট আবদুর রশিদ মুঠোফোনে জাগো নিউজকে জানান, দুপুর ১২টার দিকে নারী-পুরুষসহ প্রায় ২৭৭ থেকে ২৮০ জন রোহিঙ্গা আনা হয়েছে। তবে প্রকৃত সংখ্যা কত সেটার গণনা চলছে। বর্তমানে তাদের এখানে আশ্রয়ন প্রকল্পের ক্লাস্টার হাউজে আলাদা আলাদা রাখার ব্যবস্থা করা হচ্ছে। তাদের খাবার-দাবারের ব্যবস্থা সরকারিভাবে করা হচ্ছে এবং তাদের চিকিৎসার জন্য ডাক্তার রয়েছেন।

এর আগে গত ৩ মে সাগরে ছোট একটি বোটে ভাসতে দেখে রোহিঙ্গাদের ২৯ জনকে নৌ-বাহিনী উদ্ধার করে। এরপর তাদের ভাসানচর এনে আশ্রয় দেয়া হয় এবং প্রত্যেককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন জাগো নিউজকে জানান, তাদের নিরাপত্তায় নৌ-বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

মিজানুর রহমান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।