ঈশ্বরদীতে প্রথম করোনা রোগী শনাক্ত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ০৮ মে ২০২০

পাবনার ঈশ্বরদীতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার উপজেলার মুলাডুলি ইউনিয়নের চাঁদপুর গ্রামের ওই ব্যক্তির করোনা আক্রান্ত হওয়ার খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রশাসন ওই তার বাড়ি লকডাউন ঘোষণা করে।

উপজেলা প্রশাসন, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা সূত্র জানায়, ঈশ্বরদীতে করোনা আক্রান্ত প্রথম এই ব্যক্তি নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ। তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে রাজশাহীতে করোনা পরীক্ষা করার জন্য নমুনা পাঠানো হয়। শুক্রবার রিপোর্ট পজিটিভ এলে বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকরা।

শুক্রবার নাটোর থেকে ওই ব্যক্তি ঈশ্বরদীর মুলাডুলিতে তার গ্রামের বাড়িতে এলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান পুলিশসহ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে মুলাডুলির চাঁদপুর গ্রামে যান।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এফএ আসমা খানম ও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আলাউদ্দিন আহমেদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।