কুমিল্লা সীমান্তের ৯ শতাধিক পরিবার পেল বিজিবির ত্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ০৮ মে ২০২০

কুমিল্লার ভারত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় করোনার প্রভাবে কর্মহীন, দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীসহ নয় শতাধিক পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বিজিবি।

শুক্রবার (০৮ মে) জেলার আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকার বিবিরবাজার হাইস্কুল মাঠে আয়োজিত ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি-কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন।

কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম ফজলে রাব্বী বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে প্রাপ্ত এসব খাদ্য সহায়তা শুক্রবার পর্যন্ত সীমান্তের কুমিল্লা ব্যাটালিয়নের অধিভুক্ত আমানগন্ডা, কমুয়াসহ ২০টি বিওপি এলাকার ৯১৪টি হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। মোট এক হাজার পরিবারকে এ খাদ্য সহায়তা দেয়া হবে।

মো. কামাল উদ্দিন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।