হাতিয়ায় ৫৬৫ জন শিক্ষক পেলেন এমপি আয়েশার অনুদান
করোনাভাইরাসের সঙ্কট মোকাবিলায় শুরু থেকে নোয়াখালীর হাতিয়া উপজেলায় মৎসজীবী, শ্রমজীবী, কৃষিজীবীসহ দুর্গম চরাঞ্চলের অসহায় মানুষকে একের পর এক সহায়তা দিয়ে আসছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী ও তার স্ত্রী আয়েশা ফেরদৌস এমপি।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে উপজেলার নুরানি, কওমি মাদরাসা, হেফজখানা ও এতিমখানার ৫৬৫ জন শিক্ষকের মাঝে অর্থিক অনুদান হিসেবে পাঁচ লাখ ৬৫ হাজার টাকা দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুল হক ও দফতর সম্পাদক বখতিয়ার খিলজি মুজিব।
হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী জাগো নিউজকে বলেন, হাতিয়ায় সবচেয়ে বেশি নদী ভাঙা মানুষসহ জেলে ও কৃষিশ্রমিকের বসবাস। সাগরে মাছ ধরা বন্ধ। নৌপথ বন্ধ থাকায় এসব মানুষ উপজেলার বাইরে যেতে না পারায় চরম কষ্টে দিন কাটাচ্ছেন। এ অবস্থায় সংসদ সদস্য আয়েশা ফেরদৌস ও আমার ব্যক্তিগত তহবিল থেকে সরকারি বরাদ্দের পাশাপাশি ২৫ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ এক কোটি টাকা বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, প্রতিদিন উপজেলা সদর, জেলা পরিষদ ডাকবাংলো, বাস-ট্রাক, রিকশা-ভ্যান, সিএনজি চালকসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। অসহায়দের মাঝে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করোনার দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
এদিকে, হাতিয়ায় শুক্রবার সকালে করোনার উপসর্গ নিয়ে ডায়াগনস্টিক সেন্টারের এক কম্পিউটার কর্মী মারা গেছেন। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের লোকজন তার নমুনা সংগ্রহ করেছেন। সেই সঙ্গে মৃতের বোনেরও নমুনা নেয়া হয়েছে। এ ঘটনায় তার বাড়ি লকডাউন করা হয়েছে।
নোয়াখালীর সিভিল সার্জন মোমিনুর রহমান বলেন, হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক আয়াসহ এ পর্যন্ত দুইজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। পুরো জেলায় করোনাভাইরাসে এ পর্যন্ত ২৩ জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে বেগমগঞ্জ উপজেলার ১১ জন।
মিজানুর রহমান/এএম/জেআইএম