নোয়াখালীতে যুবলীগ নেতার বাড়িতে হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:০০ এএম, ০৯ মে ২০২০

নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ারের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৮ মে) রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের ইদা হাজী মিয়াজী বাড়িতে হামলার এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বসুরহাট পৌরসভা যুবলীগের ৬নং ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেন সাজেদের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী এ হামলা চালিয়েছে। এ সময় সন্ত্রাসীরা বাড়ির সীমানার টিনের বেড়া ভেঙে তছনছ করে দিয়েছে। অস্ত্রের মুখে গৃহবধূর গলা থেকে স্বর্ণের চেইন লুট করে নিয়ে গেছে হামলাকারীরা।

তবে অভিযুক্ত যুবলীগ নেতা আনোয়ার হোসেন সাজেদ এসব অভিযোগ অস্বীকার করে জানান, তিনি ঘটনাস্থলে ছিলেন না।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রবিউল হক বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ করেছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।