চিকিৎসকের ওপর হামলাকারী ওষুধের দোকানি আটক
সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তৈয়েবুর রহমান গালিবের ওপর হামলাকারী ওষুধের দোকানি মনিরুল সরদারকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ মে) দুপুর ১টার দিকে খুলনা রোড মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মনিরুল সরদার সদর হাসপাতালের সামনের এসএম ড্রাগ হাউজের মালিক ও স্থানীয় হান্নান সরদারের ছেলে।
সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সদর হাসপাতালের এক চিকিৎসকের ওপর হামলার অভিযোগে তাকে আটক করা হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে সেটি প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগ পেলেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এর আগে শুক্রবার (৮ মে) বিকেল ৫টার দিকে এক রোগীর জন্য দেয়া ওষুধ পাল্টে দিতে বলায় মেডিকেল অফিসার ডা. তৈয়েবুর রহমান গালিবের ওপর হামলা চালান ওই দোকানি।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়ত বলেন, ঘটনাটি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছিল। তারই প্রেক্ষিতে হামলাকারীকে আটক করেছে পুলিশ। লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আকরামুল ইসলাম/আরএআর/পিআর