কর্মহীনদের জন্য কলেজশিক্ষকদের ঈদ উপহার
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৩০০ পরিবারের পাশে দাঁড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন কলেজের প্রভাষকদের একটি সংগঠন।
শনিবার (০৯ মে) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কর্মহীন ও অসহায় পরিবারগুলোর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি। ‘সচেতন সুহিলপুরবাসী’ নামের ওই সংগঠনে প্রভাষকরা ছাড়াও সরকারি কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া।
অনুষ্ঠানে সুহিলপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩০০ কর্মহীন ও অসহায় পরিবারকে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল এক কেজি চিনি, এক কেজি পোলাওয়ের চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, এক প্যাকেট দুধ ও দুই প্যাকেট সেমাই।
সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুরের সভপতিত্বে অনুষ্ঠানে প্রভাষক আবু হানিফ মুন্সি, কাউছার আহমেদ, আশ্রাফুল লতিফ তুহিন, স্কুলশিক্ষক তৈয়বুর রহমান ও ভূমি কর্মকর্তা অলিউর রহমান উপস্থিত ছিলেন।
আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম