করোনা আক্রান্ত হতদরিদ্র কিশোরের জন্য পুলিশের ভালোবাসা
করোনাভাইরাসের দুর্যোগে নানামুখী সঙ্কট শুরু থেকেই মোকাবিলা করে যাচ্ছে নোয়াখালী জেলা পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক রেখে একের পর এক মানবিক কাজ করে যাচ্ছেন পুলিশের সদস্যরা।
এবার করোনা আক্রান্ত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এক কিশোরের বাড়িতে পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের পক্ষ থেকে পৌঁছে দেয়া হয়েছে নানা ধরনের উপহার সামগ্রী।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন জাতের ফল, নতুন জামা-কাপড়, শুকনা খাবার, বিস্কুট, চকলেট ও পরিবারের জন্য চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র।
শনিবার বেগমগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের মিয়াপুর গ্রামের করোনা আক্রান্ত কিশোরের বাড়িতে এসব উপহার পৌঁছে দেয় পুলিশ।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন জাগো নিউজকে বলেন, পুলিশ জনগণের সেবক। জনগণের সেবায় দিন-রাত কাজ করে যাচ্ছে পুলিশ। বিশেষ করে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে মাঠে থেকে অগ্রণী ভূমিকা পালন করছে পুলিশের সদস্যরা। একদিকে লকডাউন অপরদিকে মানুষকে ঘরে রাখার জন্য সরকারের বিভিন্ন নিয়ম-কানুন মেনে চলতে সতর্ক করে যাচ্ছে পুলিশ। একই সঙ্গে দরিদ্রদের খাদ্য সয়হাতা দেয়া হচ্ছে।
তিনি বলেন, বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়নের এক কিশোর করোনায় আক্রান্ত হয়েছে। বিষয়টি খুবই বেদনাদায়ক। কারও সংস্পর্শে সে আক্রান্ত হয়েছে। তার বাড়ি লকডাউন। তার পরিবার খুবই দরিদ্র। তাই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য ও কিশোরের যাতে মনোবল না ভাঙে সেজন্য কিছু উপহার পাঠিয়েছি। এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস।
মিজানুর রহমান/এএম/জেআইএম