মাছ ধরার সময় নৌকায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে মারা গেছে রাশেদুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্র। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
রাশেদুল ইসলাম উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের পদ্মার দুর্গম চরাঞ্চল হালুয়াঘাটার খড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় নটাখোলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্র জানায়, রাশেদুল তার তিন বন্ধুর সঙ্গে পদ্মা নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে যায়। এ সময় নৌকায় হঠাৎবজ্রপাত হলে সবাই জ্ঞান হারায়। পরে তিনজন প্রাথমিক চিকিৎসায় সুস্থ হলেও গুরুতর আহত অবস্থায় রাশেদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মুর্শিদা খাতুন বলেন, ঘটনার কয়েক ঘণ্টা পর রাশেদুলকে হাসপাতালে আনা হয়। কিন্তু ততক্ষণে সে মারা গেছে।
বি.এম খোরশেদ/এএম/জেআইএম