নোয়াখালীতে ২০০ মুক্তিযোদ্ধার মাঝে খাদ্য ও অর্থ বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১০ মে ২০২০

করোনাভাইরাসে সৃষ্ট লকডাউন পরিস্থিতির শুরু থেকেই খাদ্য সংকট দূর করতে নোয়াখালী পৌরসভার স্বল্প আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন মেয়র শহিদ উল্যাহ্ খান সোহেল।

এরই ধারাবাহিকতায় রোববার (১০ মে) সকাল ১০টায় পৌর এলাকার ২০০ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে প্রত্যেক মুক্তিযোদ্ধার পরিবারকে নগদ এক হাজার টাকা অনুদান দেয়া হয়। জেলা শহর মাইজদীর পাঁচরাস্তা এলাকার মুক্তিযোদ্ধা অফিসে এ অনুদান ও খাদ্য সামগ্রী বিতরণ করেন মেয়র শহিদ উল্যাহ্ খান সোহেল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হোসেন মিলন, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মিয়া মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

মিজানুর রহমান/এমএফ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।