পঞ্চগড় কারাগারের আরেক কয়েদি করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ১০:৩৪ পিএম, ১০ মে ২০২০

পঞ্চগড়ে আরও দুইজনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন জেলা কারাগারের কয়েদি। অপরজন হলেন ঢাকাফেরত যুবক। রোববার রাতে জেলা সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত ১৩ জন।

এর আগে ৫ মে জেলা কারাগারের এক কয়েদির করোনা পজিটিভ হওয়ার ঘটনায় কারাগারের ৫৫ জন জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এদের মধ্যে একজনের করোনা শনাক্ত হলো।

সফিকুল আলম/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।