কুমিল্লায় আরও ৫ জন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১১ মে ২০২০

কুমিল্লায় নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হলো ১৫৬ জনের। জেলায় করোনায় মারা গেছেন ৭ জন। যারমধ্যে ৬ জনের বাড়িই জেলার দেবিদ্বারে। সোমবার দুপুরে সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এসব তথ্য জানান।

তিনি আরও জানান, নতুন করে আক্রান্ত ৫ জনের মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ১ জন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে ১ জন, নাঙ্গলকোটে ২ এবং চান্দিনায় ১ জন রয়েছেন।

জেলার করোনার সর্বশেষ আপডেট বিষয়ে সিভিল সার্জন আরও বলেন, আজ পর্যন্ত কুমিল্লায় সংগ্রহকৃত তিন হাজার ৫১৬ নমুনার মধ্যে তিন হাজার ৯১টি রিপোর্ট হাতে পাওয়া গেছে। এর মধ্যে মোট ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩২ জন এবং মারা গেছেন ৭ জন। আক্রান্ত ও মৃতের দিক থেকে শীর্ষে রয়েছে জেলার দেবিদ্বার উপজেলা, সেখানে এরই মধ্যে মারা গেছে ৬ জন।

কামাল উদ্দিন/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।