মেয়েকে ধর্ষণের হাত থেকে বাঁচালেন মা, যুবক গ্রেফতার
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে (১৩) ধর্ষণচেষ্টার অভিযোগে আরিফ মিয়া নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। গ্রেফতার আরিফ উপজেলার জগন্নাথপুর এলাকার বাসিন্দা।
খালিয়াজুরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, রোববার দুপুরে ওই কিশোরীকে ফুসলিয়ে গ্রামের একটি ঝোপের পাশে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় আরিফ। এ সময় ওই কিশোরীর মা বিষয়টি দেখে ফেললে আরিফ পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে আরিফকে গ্রেফতার করে পুলিশ।
ওসি আরও বলেন, নারী পুলিশের মাধ্যমে ওই কিশোরীর কাছ থেকে ইশারায় ঘটনার বর্ণনা নেয়া হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আরিফকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
কামাল হোসাইন/এএম/এমএস