রাস্তার ওপর ইজিবাইক চালকের লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ১১ মে ২০২০
ফাইল ছবি

মানিকগঞ্জ-সিংগাইর হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়ক থেকে ব্যাটারিচালিত ইজিবাইকের এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে।

ইজিবাইক চালাতে গিয়ে রোববার বিকেল থেকে তিনি নিখেঁজ ছিলেন। সোমবার সড়কে মরদেহ মিললেও ইজিবাইক ও তার ব্যবহৃত মোবাইলের হদিস মেলেনি। নিহত চালকের নাম আবদুল মালেক (৫০)। তার বাড়ি সিংগাইর উপজেলার বাস্তা গাজিন্দা গ্রামে।

পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন মালেক। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার ভোরে সিঙ্গাইরের ভূমদক্ষিণ এলাকায় মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের ওপর তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানান। এরপর ভোর সাড়ে ৫টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত মালেকের ছেলে রুবেল হোসেন বলেন, করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে মাসখানেক বাড়িতেই ছিলেন আমার বাবা। অভাবের কারণে কয়েক দিন ধরে ইজিবাইক চালাচ্ছেন। রোববার বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর বাবার মরদেহ পাওয়া গেলেও ইজিবাইক পাওয়া যায়নি। পুলিশের কাছ থেকে জানতে পেরেছি আমার বাবা নাকি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

সিঙ্গাইর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, সোমবার ভোররাতে মরদেহ দেখে ওই এলাকার কে-বা-কারা ৯৯৯ নম্বরে ফোন দেন। ৯৯৯ থেকে থানায় বিষয়টি অবগত করলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ওই ব্যক্তির মরদেহ আঞ্চলিক মহাসড়কের ওপর পড়ে ছিল। শরীরের আঘাত ও ক্ষতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি কোনো যানবাহনের চাপায় মারা গেছেন। তবে তার ব্যবহৃত মোবাইল ও গাড়ি উদ্ধার হয়নি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

বি.এম খোরশেদ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।