দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়ছেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:১৯ পিএম, ১২ মে ২০২০

ঢাকায় পোশাক কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটের রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে ঢাকামুখী পণ্যবাহী যানবাহন ও যাত্রীদের চাপ বাড়ছেই। মঙ্গলবার (১২) মে) সকাল থেকেই দৌলতদিয়া ফেরি ঘাটে ঢাকামুখী ও ঢাকা থেকে আসা যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে। সামাজিক দূরত্ব বজায় না রেখে গাদাগাদি করে ফেরিতে ওঠানামা করছেন যাত্রীরা।

লকডাউনের কারণে সড়কে গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। জীবন-জীবিকার তাগিদে করোনা সংক্রমের ঝুঁকি নিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশা, মাহেন্দ্রা, মোটরসাইকেলসহ বিভিন্ন মাধ্যমে দৌলতদিয়া ঘাটে আসছেন।

RAJBARI

দৌলতদিয়া ঘাটে আসা যাত্রীরা জানান, তারা কেউ ঢাকায় কাজের বেতন আনতে আবার কেউ চাকরিতে যোগদান করতে যাচ্ছেন। রাস্তায় যানবাহন নেই। যে কারণে কষ্ট করে ভেঙে ভেঙে অটোরিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে তারা দৌলতদিয়া ঘাট পর্যন্ত এসেছেন। সরকার যখন সব কিছু খুলে দিচ্ছে তাহলে গণপরিবহন বন্ধ কেন। ফেরিতে তারা যেভাবে গাদাগাদি করে পারাপার হচ্ছেন সে তুলনায় গণপরিবহনে করোনাভাইরাস সংক্রমনের ঝুঁকি অনেক কম।

RAJBARI-02

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, ঢাকায় পোশাক কারখানা খোলাসহ দেশের বিভিন্ন স্থানে মার্কেট এবং বিপণি বিতান খোলায় যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চাপ বেড়েছে দৌলতদিয়ায়। একদিকে যাত্রীরা ঢাকায় যাচ্ছেন, অন্যদিকে ঢাকা থেকেও ফিরছেন। জরুরি পণ্যবাহী যানবাহন ও অ্যাম্বুলেন্স সীমিত আকারে ছয়টি ফেরি দিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে চলাচল করছে। সেই সুযোগে যাত্রী ও ব্যক্তিগত ছোট গাড়ি পারাপার হচ্ছে।

রুবেলুর রহমান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।