ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান নেজামীর দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ১০:২০ পিএম, ১২ মে ২০২০

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নরসিংদীর শিবপুর উপজেলার মুনসেফেচর (ইটাখোলা) ঈদগা মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্পসংখ্যক মুসল্লির উপস্থিতিতে এ জানাজা ও দাফন হয়েছে।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ খান, ইসলামী ঐক্যজোটের নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা মজিবুর রহমান, সাধারণ সম্পাদক এইচ এম হারিছুল হক, উপদেষ্টা মাওলানা আব্দুল কাউয়ুম ও তার ছেলে ওবায়দুল হকসহ এলাকার মুসল্লিরা।

অতিরিক্ত পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন বলেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামীর জানাজা সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্পসংখ্যক মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জনসমাগম এড়াতে প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হয়েছিল।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেন মাওলানা আব্দুল লতিফ নেজামী। মৃত্যুকালে মাওলানা নেজামীর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সঞ্জিত সাহা/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।