নেত্রকোনায় উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির করোনা পজিটিভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১২:২৮ পিএম, ১৩ মে ২০২০

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নেত্রকোনার মোহনগঞ্জে মারা যাওয়া ব্যক্তির (৪৫) নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। মঙ্গলবার (১২ মে) রাতে ৯০ জনের নমুনা পরীক্ষার ফলাফলে দুইজনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া মোহনগঞ্জের গৌরাঙ্গ চন্দ্র পালও রয়েছেন।

তিনি উপজেলার গাগলাজুর ইউনিয়নের চৌড়াপাড়া গ্রামের প্রফুল্ল চন্দ্র পালের ছেলে। মোহনগঞ্জ পৌরসভার রাউতপাড়া এলাকায় গত ৮ মে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুবীর সরকার জানান, গৌরাঙ্গ চন্দ্র পাল সিলেটসহ বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। তিনি গত ৭ মে উপজেলর গাগলাজুর গ্রামের বাড়ি থেকে করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে তাকে দেখার পর করোনা রোগী সন্দেহ হওয়ায় তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়ে পাঠিয়ে দেন।

পরে গৌরাঙ্গ চন্দ্র পাল মোহনগঞ্জ পৌরসভার রাউতপাড়া এলাকায় তার ভাগনের বাসায় চলে যান। ৮ মে শ্বাসকষ্ট বেড়ে রাত ১০টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। খবর পেয়ে পরদিন সকালে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদস্যরা তার ভাগনের বাসায় থাকা চারজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করেন এবং তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়।

নেত্রকোনার সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান জানান, মঙ্গলবার রাতে ৯০ জনের নমুনা পরীক্ষার ফলাফলে শনাক্তকৃত দুইজনের একজন করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া মোহনগঞ্জের গৌরাঙ্গ পাল। অন্যজন আটপাড়া উপজেলায় গোয়াতলা গ্রামের ৩২ বছর বয়সের এক যুবক। জেলায় এ পর্যন্ত ৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩১ জন।

কামাল হোসাইন/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।