আক্রান্ত কয়েদিকে হাসপাতালে নেয়া পুলিশ কর্মকর্তার করোনা পজিটিভ
পঞ্চগড়ে স্বাস্থ্যকর্মী ও জেলা কারাগারের কয়েদির পর এবার পুলিশের এক এএসআইয়ের করোনাভাইরাস শনাক্ত হয়ছে। ওই পুলিশ কর্মকর্তা পঞ্চগড় পুলিশ লাইনসে কর্মরত।
করোনা আক্রান্ত কয়েদির সংস্পর্শে এসে তিনি আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ জন। বুধবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগ এসব তথ্য জানায়।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ১ মে পঞ্চগড় কারাগারের এক কয়েদির শ্বাসকষ্ট শুরু হলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
৫ মে ওই কয়েদির করোনা শনাক্ত হয়। তারপর কয়েদির সংস্পর্শে আসা দুই পুলিশ সদস্য, চারজন কারারক্ষীসহ ১০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এরপর তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। তাদের মধ্যে এক পুলিশ কর্মকর্তার করোনা শনাক্ত হয়।
পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, ওই পুলিশ সদস্য করোনা আক্রান্ত কয়েদিকে রংপুরে নিয়ে যান। এরপর থেকে তিনি পুলিশ লাইনসের কোয়ারেন্টাইনে ছিলেন। বর্তমানে তিনি ভালো আছেন। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। একইসঙ্গে পুলিশ লাইনসে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, এখন পর্যন্ত জেলায় করোনা সন্দেহে ৬৯৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৬৫১ জনের ফলাফলে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
সফিকুল আলম/এএম/এমএস