খাদ্যসামগ্রী নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছাত্রলীগ নেতা জহির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৩:২৫ এএম, ১৪ মে ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়েছে পাহাড়ের মানুষ। অব্যাহত সরকারি সহায়তার পরও অভাব যখন সাধারণ মানুষের পিছু ছাড়ছে না তখন ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী নিয়ে কর্মহীন, শ্রমজীবী ও দুস্থ মানুষের বাড়ি বাড়ি ছুটছেন খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ।

jagonews24

পবিত্র মাহে রমজানে গত কয়েকদিনের ধারাবাহিকতায় বুধবার (১৩ মে) খাগড়াছড়ির মাটিরাঙ্গার পিছিয়ে পড়া কাজীপাড়া, নতুনপাড়া, গাজীনগর ও বটতলী এলাকায় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে নিজেই বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি।

jagonews24

ছাত্রলীগ দেশের যেকোনো পরিস্থিতিতে মানুষের দোরগোড়ায় গিয়ে বিভিন্ন সেবা প্রদান করে আসছে মন্তব্য করে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রথম থেকেই মাঠ পর্যায়ে নানা সেবা দিয়ে আসছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সে নির্দেশনা থেকেই দেশের এই সংকটকালে ব্যক্তিগত উদ্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছি।

jagonews24

করোনাভাইরাসের দুর্যোগময় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তার এ সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের এ দ্বিতীয় শীর্ষ নেতা।

jagonews24

এ সময় সাবেক ছাত্রলীগ নেতা মো. দেলোয়ার হোসেন রিপন, মো. সাইফুল ইসলাম রানা, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জুয়েল চাকমা, মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন রুবেল ও মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক প্রমুখ তার সাথে ছিলেন।

মুজিবুর রহমান ভুইয়া/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।