খাগড়াছড়িতে নতুন করে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৮:৫২ এএম, ১৪ মে ২০২০
প্রতীকী ছবি

খাগড়াছড়ির দীঘিনালায় একমাত্র করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি এরশাদ চাকমা সুস্থ হয়ে বাড়ি ফেরার পাঁচদিনের মাথায় খাগড়াছড়িতে নতুন করে তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফেরা ব্যক্তিও রয়েছেন।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ বুধবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাতে পাওয়া রিপোর্টে তাদের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে কয়েকদিন আগে পাবনা থেকে আসা একজন পুলিশ সদস্য রয়েছেন। ওই পুলিশ সদস্য বর্তমানে পুলিশ লাইন্সে কোয়ারেন্টাইনে আছেন। তবে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানা গেছে। এছাড়াও মহালছড়িতে আক্রান্ত দুইজনের মধ্যে একজন ঢাকাফেরত। আরেকজন মহালছড়ির স্থানীয় বাসিন্দা।

মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দত্ত জানান, ঢাকাফেরত ব্যক্তি ২১ দিন আগে মহালছড়িতে আসেন। তিনি কোয়ারেন্টাইন শেষ করে বাড়ি ফিরে যান। পরে তার নমুনা সংগ্রহ করা হলে পজিটিভ রিপোর্ট আসে। এছাড়াও মহালছড়িতে স্থানীয়ভাবে একজন আক্রান্ত হয়েছেন।

মুজিবুর ররহমান ভুইয়া/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।