স্বামীকে নিয়ে মাছের ঘেরে পালিয়েছিলেন করোনা আক্রান্ত নারী
ঢাকা থেকে সাতক্ষীরায় পালিয়ে আসা করোনাভাইরাসে আক্রান্ত নারীকে (২৫) অবশেষে খুঁজে পেয়েছে পুলিশ। বুধবার (১৩ মে) রাত ১০টার দিকে আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহাজনপুর ফুটবল মাঠ এলাকা থেকে স্বামীসহ তাকে উদ্ধার করা হয়।
করোনা আক্রান্ত ওই নারী আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, মহাজনপুর ফুটবল মাঠ এলাকার একটি মাছের ঘেরের বাসা থেকে ওই নারী ও তার স্বামীকে উদ্ধার করা হয়েছে। তাদের স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বলেন, ওই নারী ও তার স্বামীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হবে। তার স্বামীর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে।
আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম