লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ১৪ মে ২০২০

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) সকালে সদর উপজেলার আন্ডারঘর ও ওয়াপদা অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের রামগতি-লক্ষ্মীপুর সড়কের ওয়াফদা অফিস এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইসরাফিল নামে (৪৮) এক ব্যক্তি নিহত হন। তিনি কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় একটি ইটভাটার মালিক।

তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন বলেন, ইসরাফিলের দুই ছেলে ঢাকায় আছে। তারা আসলে মরদেহ দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, উপজেলার চন্দ্রগঞ্জের আন্ডারঘর নামক স্থানে সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় কমলা বেগম (৫০) নামে এক বৃদ্ধা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। এক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধা মারা যান। কমলা বেগম শিবপুর গ্রামের আবু তাহেরের স্ত্রী।

চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১২ মে) দুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কমলনগরের চরকাদিরা ইউনিয়ন পরিষদের সদস্য বেলাল হোসেন (৪০) ও বুধবার (১৩ মে) দুপুরে একই ইউনিয়নের শামিম হোসেন (২৫) নামে এক যুবক নিহত হন।

কাজল কায়েস/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।