মানিকগঞ্জে বজ্রপাতে কলেজছাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ১৪ মে ২০২০
প্রতীকী ছবি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বজ্রপাতে সাবানা আক্তার (২০) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাইল্যা এলাকায় এ ঘটনা ঘটে।

সাবানা আক্তার ওই গ্রামের আলাল উদ্দিনের মেয়ে। তিনি মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক শেষবর্ষের ছাত্রী ছিলেন।

সাবানার সহপাঠী রাবেয়া আক্তার জানান, সন্ধ্যার দিকে সাবানা ঘরের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বি.এম খোরশেদ/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।