মানিকগঞ্জে করোনায় নারীর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ১৬ মে ২০২০

করোনা পজিটিভ নিয়ে প্রথমবারে মতো মানিকগঞ্জে এক নারী (৫০) মারা গেছেন। তার বাড়ি হরিরামপুর উপজেলার গোপিনাথপুর গ্রামে। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে এক নারীসহ ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, গত ৮ মে ওই নারী শ্বাসকষ্ট নিয়ে ঢাকা ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। ওই নারীর করোনা পরীক্ষা করে পজিটিভ আসায় পরদিন তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি মারা যান। প্রশাসনের ব্যবস্থাপনায় সন্ধ্যায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, গত ২৪ ঘণ্টায় ১১৪টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ৮ জনের করোনা পজিটিভ আসে। এদের মধ্যে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা রয়েছে।

তিনি জানান, এ পর্যন্ত জেলায় মোট ১৩২৪ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ১২০০টি নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়। মোট আক্রান্ত ৪০ জনের মধ্যে ২৫ জন সুস্থ হয়ে নিজ বাড়িতে আছেন এবং অন্য ১৫ জন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

বি.এম খোরশেদ/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।