ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২:০০ পিএম, ১৭ মে ২০২০
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বাবু মিয়া (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার (১৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবু ওই গ্রামের গৌরি হোসেনের ছেলে।

পুলিশ জানায়, জগন্নাথপুর গ্রামের বাসিন্দা বাবি মিয়া ও একই গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে সুজনের (৩২) মধ্য বিরোধ ছিল। এ বিরোধের জেরে রোববার দুপুরে সুজন তার কয়েকজন সহযোগী নিয়ে বাবুর ওপর অতর্কিত হামলা চালান। ধারালো ছুরি দিয়ে আঘাত করা হলে বাবু গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঞ্ছারামপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত সুজন ও তার সহযোগীদের আটক করতে পুলিশের অভিযান চলছে।

আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।