সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ২৪ জনের করোনা পজিটিভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ১৭ মে ২০২০

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ২৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। সকলেই ঢাকা থেকে আগত বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। রোববার সন্ধ্যা ৬টায় সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়ে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. জয়ন্ত কুমার জানান, ২৩ জন দেবহাটা উপজেলার ও একজন আশাশুনি উপজেলার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। দেবহাটা উপজেলার ২৩ জন ঢাকা থেকে ফিরেছেন। আশাশুনির একজনের বিষয়ে জানা যায়নি এখনও।

তিনি বলেন, এছাড়া করোনা রিপোর্ট পজিটিভ হাতে পাওয়া ব্যক্তিরা এখন কোথায় রয়েছে সেটি নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে বাড়িতেই থাকার কথা। আমরা তাদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছি।

আকরামুল ইসলাম/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।