ঢাকা থেকে স্ত্রীর লাশ নিয়ে পঞ্চগড় যাওয়া বৃদ্ধের করোনা পজিটিভ
পঞ্চগড়ের বোদা উপজেলায় ঢাকাফেরত ৬৫ বছরের এক বৃদ্ধের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন সাতজন। রোববার (১৭ মে) রাতে সিভিল সার্জন ডা. ফজলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ১৫ মে স্ত্রীর লাশ নিয়ে ঢাকা থেকে পরিবারসহ পঞ্চগড়ের বাসায় ফেরেন আক্রান্ত বৃদ্ধ। তিনি কিডনি সমস্যাজনিত কারণে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। হোম কোয়ারেন্টাইনে থাকা তার পরিবারের চারজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃদ্ধার করোনা শনাক্তের পর আশপাশের কয়েকটি বাড়িতে সতর্কতা জারি করা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, এ পর্যন্ত জেলায় ৭৮৭ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৭৫৬ জনের রিপোর্টে ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সাতজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সফিকুল আলম/এএম/এমকেএইচ