বড়াইগ্রামে জিন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ১৭ মে ২০২০

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৭ নম্বর চান্দাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মরহুম আতাউর রহমান জিন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ মে) বিকেলে চান্দাই ইউনিয়নের দিয়াগাড়ফা ডিকে হাফেজিয়া মাদরাসা মাঠে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়। এ সময় দরিদ্রদের মাঝে চাল, সেমাই, চিনি, গুঁড়া দুধ ও সাবান বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

ফাউন্ডেশনের সভাপতি মরহুমের স্ত্রী প্রধান শিক্ষিকা শাহনাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান গোলাপ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ইন্তাজ, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ইয়াদ, আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন খান ও মজিবর রহমান, মরহুমের ভাতিজা স্কুলশিক্ষক জাহাঙ্গীর আলম বিশ্বাস বক্তব্য রাখেন।

এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।