ঝালকাঠিতে করোনা উপসর্গে নারায়ণগঞ্জফেরত গার্মেন্টসকর্মীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০১:৩১ এএম, ১৮ মে ২০২০

ঝালকাঠির নলছিটি উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে আসা এক গার্মেন্টসকর্মীর (৪০) মৃত্যু হয়েছে।

রোববার (১৭) সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই গার্মেন্টসকর্মীর ও আশপাশের ১০ বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎিসা কর্মকর্তা ডা. মুনীবুর রহমান জুয়েল বলেন, ১৪ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে জ্বর, শ্বাসকষ্ট ও বুকব্যথা নিয়ে নাঙ্গুলী গ্রামের বাড়িতে আসেন ওই গার্মেন্টসকর্মী। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় শুক্রবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার সকালে তার মৃত্যু হয়।

ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার বলেন, কাঁঠালিয়া উপজেলায় আরও দুইজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। রোববার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ তথ্য জানানো হয়েছে। তাদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্তদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

আতিকুর রহমান/এএম/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।