কুমিল্লায় করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১৮ মে ২০২০

কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে মাহবুব এলাহী নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি ঢাকায় সোনালী ব্যাংকের একটি শাখায় প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

মাহবুব এলাহী নগরীর মৌলভীপাড়া এলাকার সাবেক ব্যাংক কর্মকর্তা কায়জার আহমেদের ছেলে।

রোববার দিবাগত রাতে করোনা আক্রান্ত হয়ে মাহবুব এলাহী নামে ওই ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়। কিন্তু আত্মীয়-স্বজনসহ স্থানীয়রা কেউ তার দাফনে আসেননি। খবর পেয়ে ‘বিবেক’ নামে মানবিক সংগঠন প্রধান ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে অন্যান্য সদস্যরা সোমবার ওই বাড়িতে গিয়ে মৃত ব্যক্তির গোসল দেন এবং দুপুরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় আরও ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীতে ১ জন, আদর্শ সদরে ২ জন, চান্দিনায় ২ জন, দাউদকান্দিতে ৩ জন, সদর দক্ষিণে ১ জন, লাকসামে ৭ জন, নাঙ্গলকোটে ৪ জন, বুড়িচংয়ে ১ জন ও কুমিল্লা মেডিকেলে কলেজে ৪ জন। এ সময় সুস্থ হয়েছেন ৪ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন উপজেলা থেকে এ পর্যন্ত সন্দেহভাজন ৫ হাজার ২১০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ৪ হাজার ৮৮২ জনের রিপোর্ট এসেছে। এতে ৩০৭ জনের ফলাফল পজিটিভ এসেছে। এদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে এবং ৫৩ জন সুস্থ হয়েছেন।

কামাল উদ্দিন/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।