করোনার ঝুঁকি বেড়ে যাওয়ায় লক্ষ্মীপুরের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ
করোনাভাইরাসের ক্রান্তিলগ্নে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করার নির্দেশনা থাকলেও লক্ষ্মীপুরে মানছিলেন না ক্রেতা-বিক্রেতারা। এতে করোনা ঝুঁকি বৃদ্ধি হওয়ার আশঙ্কায় মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া আবারও জেলার সব শপিংমল ও পোশাকবিতানসহ বাকি সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
সোমবার (১৮ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের নির্দেশে তথ্য বিভাগ মাইকিং করে দোকানপাট বন্ধ রাখতে প্রচারণা চালায়। মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
জেলা প্রশাসন সূত্র জানায়, সরকারি নির্দেশনায় ১০ মে জেলার সব ব্যবসাপ্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়া হয়। এতে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করতে বলা হয়েছিল। কিন্তু ক্রেতা-বিক্রেতা কেউই এই নির্দেশনা মানছেন না। এ অবস্থায় প্রতিদিনই জেলায় করোনা রোগীর সংখ্যা বাড়ছে।
করোনার ঝুঁকি এড়াতে আবারও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া শপিংমল ও পোশাবিতানসহ সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তবে সীমিত পরিসরে মুদি ও কাঁচাবাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রাখতে বলা হয়েছে। ওষুধের দোকোন সবসময় খোলা থাকবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ ঘোষণা কার্যকর থাকবে।
স্থানীয় সূত্র জানায়, স্বাস্থ্যবিধি না মেনে কেনাকাটা করায় উপজেলা প্রশাসনের নির্দেশে ১২ মে রায়পুর, ১৫ মে রামগঞ্জ, ১৮ মে সকাল থেকে রামগতি ও কমলনগর উপজেলার সব দোকানপাট বন্ধ করা হয়।
প্রসঙ্গত, লক্ষ্মীপুরে এখন পর্যন্ত ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসক, জনপ্রতিনিধি ও সাংবাদিকও রয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে ৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
কাজল কায়েস/এএম/পিআর