উপকূলের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে নিতে বাধা, আ.লীগ নেতা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১৯ মে ২০২০

সরকারি কাজে বাধা দেয়ায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গাবুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিএম শফিউল আযম লেলিনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়। আটক জিএম শফিউল আযম লেলিন গাবুরা ইউনিয়নের গাইনবাড়ি গ্রামের মৃত নওশের আলম গাইনের ছেলে।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম বলেন, ইউনিয়নের ডুমুরিয়া খেয়াঘাট এলাকা থেকে তাকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, ঘূর্ণিঝড় আম্ফানে এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রে নিতে বাধা দিয়েছেন। তিনি গাবুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, সরকারি কাজে বাধা প্রদান ও সরকারের নীতির সমালোচনা করায় তাকে আটক করা হয়েছে।

কালিগঞ্জ-শ্যামনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম বলেন, সরকারি কাজে বাধা ও পুলিশের সঙ্গে অসদাচরণ করায় তাকে আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আকরামুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।